ময়মনসিংহে হোটেলে নারীর লাশ উদ্ধার, আটক ৩


ষ্টাফ রিপোর্টা:২৮ এপ্রিল বৃহস্পতিবার শহরের স্বদেশী বাজার এলাকার আবাসিক হোটেল মতিন থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আয়েশার বেগমের (৪০) বাড়ি ভালুকার বিরুনিয়া গ্রামে।
পুলিশ জানায়, বুধবার রাতে আয়েশা ও নয়ন মিয়া (৫০) নামে এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ১৬ নম্বর কক্ষে উঠেন। দুপুরে বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ তালা ভেঙে আয়েশার লাশ উদ্ধার করে। এ সময় হোটেল ম্যানেজার আব্দুস সাত্তার (৫২), কর্মচারী মন্টু মিয়া (৪৫) ও জাফর আলীকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন,প্রধান সন্দেহভাজন নয়ন মিয়া পলাতক রয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

মন্তব্যসমূহ