আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আনিছুর রহমান খান রিপন ও সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল নির্বাচিত হয়েছেন।
জানা যায়, যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ৮মার্চ ভালুকা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় এজাদুল হক পারুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এবং সভাপতি পদে আনিছুর রহমান খান রিপন ও যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু প্রতিদ্বিন্দ্বতা করেন। কেন্দ্রিয় ও জেলা যুবলীগে নেতৃবৃন্দের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হলে উভয় প্রার্থী সমান সংখ্যক ৯৬টি করে ভোট পেলে ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম,এ কুদ্দুস ভোট প্রদান থেকে বিরত থাকেন। পরবর্তীতে ৩১ মার্চ কাস্টিং ভোটের মাদমে আনিছুর রহমান খান রিপনকে সভাপতি নির্বাচিত কারা হয়।
মন্তব্যসমূহ