ভালুকায় উপজেলার বনগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শফিকুল শুক্রবার (১ এপ্রিল) খলিলের বাজার থেকে কাপর বিক্রি করে ফেরার সময় রস্তায় আটকিয়ে শফিকুল (৩০) কে মারধর ছিনতাই করীরা। পরে কাপর বিক্রির প্রায় ৫০০০০/=টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। শফিকুলের চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় শফিকুলের পিতা শাহজাহান জানান অপরাধীদের ধরে শাস্তি দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মন্তব্যসমূহ