“ময়মনসিংহ আইটি পার্ক” এর যাত্রা শুরু

maymonshingh-it-parkডিজিটাল বাংলাদেশে রাজধানী ঢাকার পাশাপাশি বেশ কিছু জেলা আইটি সেক্টরে অনেকটা এগিয়ে গেলেও দেশের প্রাচীন নগরী ময়মনসিংহ এখনো অনেকাংশেই পিছিয়ে ।
শহরে অনেক আইটি প্রফেশনরা থাকলেও লোকাল কমিউনিটির অভাবে তাদের মধ্যে তেমন ভালো কমিউনিকেশন নাই যার ফলে অভিজ্ঞ সকলেই ঢাকার কমিউনিটির সাথে যুক্ত থাকতে বাধ্য হচ্ছে এবং নতুনরা ভালো গাইডলাইন থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই আইটির প্রতি আগ্রহ হারাচ্ছে ।
গত শনিবার বিকাল ৪.০০ টায় শহরের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ময়মনসিংহসোর্স এর সিইও আরাফাত রহমানের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা ও থানার কিছু ফ্রিল্যান্সার ও প্রযুক্তিপ্রেমী তরুণদের নিয়ে “ময়মনসিংহ আইটি পার্ক” নামে লোকাল কমিউনিটি গঠন করা হয় । কমিউনিটি ফেইসবুক গ্রুপ ভিত্তিক পরিচালনা করা হবে ।
ফেইসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/MymensinghITpark
আরাফাত জানান, আমাদের কমিউনিটিতে স্থানীয় আইটি এক্সপার্টরা ছাড়াও দেশের জনপ্রিয় ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনরা নিয়মিত গাইডলাইন দেবেন ।
তাছাড়া দেশের প্রথম মার্কেটপ্লেস বিল্যান্সার এর সিইও মোঃ শফিউল আলম জানান, ডিজিটাল বাংলাদেশ গঠনে রাজধানীর পাশাপাশি অন্যান্য জেলা গুলোও আইটিতে উন্নয়ন আবশ্যক ।  কোনো নির্দিষ্ট শহর বা অঞ্চল উন্নয়নে লোকাল কমিউনিটির বিকল্প নাই, তাই আমি আশাবাদি “ময়মনসিংহ আইটি পার্ক” ময়মনসিংহের লোকাল কমিউনিটি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে ।
“ময়মনসিংহ আইটি পার্ক” এর উদ্যোগতারাও আশাবাদি, প্রযুক্তিপ্রেমী সকলেই এই কমিউনিটিতে যোগ দেবেন এবং তারা তাদের সাধ্যমত এখান থেকে সাহায্য করার চেস্টা করবেন ।
প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

মন্তব্যসমূহ