চরম গরম বিচিত্র আর্ট

Image result for চরম গরম
তাপ আর গরম লজ্জাশরম
নিলই বুঝি কাইড়া,
কেউবা দেখি খালি গায়ে
কেউবা দেখি নাইড়া !
গরম বুঝি শরমচোরা
দুমুখো এক সাপরে,
লজ্জা দিছে লজ্জা নিছে
ওরে বাপরে বাপরে।
এ কি দেখি বাজার নাকি
গা প্রদর্শন মেলা !
মুছতে দেখে বুঝতে পারি
তাপ গরমের ঠেলা।
সকাল থেকে যাচ্ছি দেখে
গরম যে কি করছে,
ভাবদিয়ে আর তাপদিয়ে তার
বাপ ডাকিয়ে ছাড়ছে।
ফিটিংফাটিং চায়না কাটিং
মেম সাবেরাও বুঝছে,
মেকাপ গালে পরছে গলে
ইসসি বলে মুছছে।
গরম হতে আরাম পেতে
খাচ্ছে কিনে ঠাণ্ডা,
ভাবছে না কেউ মারছে নিজেই
নিজের মাথায় ডাণ্ডা।
তাপ আর গরম কেন চরম
কারণ খুঁজে পাইছি,
আমিও সেদিন গাছটা বেচে
মাছটা কিনে খাইছি।
গাছের বদল গাছ লাগালে
হতো না এই দুর্ভোগ,
হতো না এই অনাসৃষ্টি
প্রাকৃতিক এই দুর্যোগ।

মন্তব্যসমূহ