বেঁচে থাকলে কাউন্সিল ১৪ মে হবে : এরশাদ


হুসেইন মুহম্মদ এরশাদ
জাতীয় পার্টির (জাপা) কাউন্সিল পেছান হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সোমবার রংপুরে তার 'পল্লীনিবাস বাসভবনে' সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। তিন দিনের সফরে সোমবার রংপুরে আসেন এরশাদ। জাপা চেয়ারম্যান বলেন, 'রওশন এরশাদ আহ্বান জানিয়েছেন ১৪ মের কাউন্সিল পেছানোর জন্য। আমি বেঁচে থাকলে কাউন্সিল ১৪ মে হবে। কাউন্সিল পেছান হবে না। কারো শক্তি নেই কাউন্সিল বানচাল করার। কাউন্সিলের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে কমিটি হবে।' 

এরশাদ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র না জেনে রওশন মনগড়া কথা বলেছেন। জাতীয় পার্টির সুযোগ সন্ধানী  নেতাদের কাছে নিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। তাকে সংযত হবার আহ্বান জানান তিনি।

এরশাদ দেশে বিভিন্ন খুন-ধর্ষণ ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বলেন, এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। তা না হলে মানুষ যে আশা নিয়ে মহাজোট সরকারকে ক্ষমতায় এনেছে, সে প্রত্যাশা পূরণ হবে না। 'তাই এই সন্ত্রাসী চক্রের গডফাদারসহ তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হলে দেশে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।' যোগ করেন তিনি। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং জনগণকে কার্যকরি নিরাপত্তা দিতে সরকারকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার দলের প্রার্থীদের ভরাডুবির কথা উল্লেখ করে এরশাদ বলেন, গণতান্ত্রিক ধারায় নির্বাচন না হওয়ায় তার দলের  প্রার্থীরা পরাজয় বরণ করছেন।

মন্তব্যসমূহ