ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে : কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, শিগগিরই সব জটিলতা অবসানের পর এ দুই কমিটি ঘোষণা করা হবে।
এ সময় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে বিকেল সোয়া ৩টার দিকে নিজের বক্তৃতায় এক ঘণ্টার জন্য সম্মেলন মুলতবি ঘোষণা করেন সৈয়দ আশরাফ। পরে নির্ধারিত সময়ে আবারো মঞ্চে এসে তিনি জটিলতার কারণে কমিটি ঘোষণা করতে পারছেন না বলে জানান।
মন্তব্যসমূহ