নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : পারিবারিক কলহের জের ধরে গাজীপুরে বাবার হাতে ছেলে খুন হয়েছে।
বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় এ ঘটনা ঘটে । নিহত মো. রাজীব (৩০) দক্ষিণ খাইলকুর এলাকায় খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খলিলুর রহমান ধারালো ছুরি দিয়ে রাজীবের বুকে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর বোর্ডবাজারের তায়রুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ১০টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার এসআই আজিজুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনার পর থেকে খলিলুর রহমান পলাতক রয়েছেন।
মন্তব্যসমূহ