দর্শকপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী দীর্ঘ অর্ধযুগ পর চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন। প্রয়াত বেলাল আহমেদের ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে আবারও একসঙ্গে অভিনয় করেছেন তারা দুজন। এরই মধ্যে চলচ্চিত্রটি সেন্সর সনদপত্র লাভ করেছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রটি কবে নাগাদ মুক্তি পাবে সে ব্যাপারে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
অর্ধযুগ পর একসঙ্গে মৌসুমীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, মূলত গল্পের প্রয়োজনেই বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে আমাকে এবং মৌসুমীকে কি ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেটা আপাতত চমক হিসেবেই থাক। দর্শক হলে গিয়ে না হয় দেখবেন কেমন হলো আমাদের ‘ভালোবাসবোই তো’র গল্প। চলচ্চিত্রটিতে মৌসুমী অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস, এই চলচ্চিত্রে দর্শক নতুন এক মৌসুমীকে খুঁজে পাবেন। মৌসুমী বলেন, বেলাল ভাইয়ের মৃত্যুর পর আমরা সবাই মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছি। খুব চমৎকারভাবে এটি শেষ হয়েছে। কাজটি শেষ করতে গিয়ে বার বার বেলাল ভাইয়ের কথা মনে পড়ছিল। কষ্ট হয় এই ভেবে যে, তিনি তার স্বপ্নের একটি কাজ দেখে যেতে পারলেন না। তবে আমার বিশ্বাস ‘ভালোবাসবোই তো’ দর্শকের খুব ভাল লাগবে।
ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। এরপর তাদের দু’জনকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি। এদিকে মৌসুমী এরই মধ্যে তার নিজের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। এছাড়া তিনি শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের নির্দেশনায় ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাজ। খুব শিগগিরই তিনি শেষ করবেন গোলাম মোস্তফা শিমুলের ‘লিডার’ চলচ্চিত্রের কাজ। এদিকে ওমর সানী আবার চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠেছেন। তিনি শেষ করেছেন সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’, মঈন বিশ্বাসের ‘মার ছক্কা’, ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ ও শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ চলচ্চিত্রের কাজ। ওমর সানী শুরু করেছেন সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’। খুব শিগগিরই তিনি শুরু করবেন মুশফিকুর রহমান গুলজারের ছবি ‘লাল সবুজের সুর’-এ অভিনয়।
উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।
অর্ধযুগ পর একসঙ্গে মৌসুমীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, মূলত গল্পের প্রয়োজনেই বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে আমাকে এবং মৌসুমীকে কি ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেটা আপাতত চমক হিসেবেই থাক। দর্শক হলে গিয়ে না হয় দেখবেন কেমন হলো আমাদের ‘ভালোবাসবোই তো’র গল্প। চলচ্চিত্রটিতে মৌসুমী অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস, এই চলচ্চিত্রে দর্শক নতুন এক মৌসুমীকে খুঁজে পাবেন। মৌসুমী বলেন, বেলাল ভাইয়ের মৃত্যুর পর আমরা সবাই মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছি। খুব চমৎকারভাবে এটি শেষ হয়েছে। কাজটি শেষ করতে গিয়ে বার বার বেলাল ভাইয়ের কথা মনে পড়ছিল। কষ্ট হয় এই ভেবে যে, তিনি তার স্বপ্নের একটি কাজ দেখে যেতে পারলেন না। তবে আমার বিশ্বাস ‘ভালোবাসবোই তো’ দর্শকের খুব ভাল লাগবে।
ওমর সানী ও মৌসুমী সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। এরপর তাদের দু’জনকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি। এদিকে মৌসুমী এরই মধ্যে তার নিজের নির্দেশনায় নির্মিত চলচ্চিত্র ‘শূন্য হৃদয়’র কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন ফেরদৌস। এছাড়া তিনি শেষ করেছেন মুশফিকুর রহমান গুলজারের নির্দেশনায় ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রের কাজ। খুব শিগগিরই তিনি শেষ করবেন গোলাম মোস্তফা শিমুলের ‘লিডার’ চলচ্চিত্রের কাজ। এদিকে ওমর সানী আবার চলচ্চিত্রে নিয়মিত হয়ে উঠেছেন। তিনি শেষ করেছেন সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু’, মঈন বিশ্বাসের ‘মার ছক্কা’, ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ ও শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ চলচ্চিত্রের কাজ। ওমর সানী শুরু করেছেন সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী’। খুব শিগগিরই তিনি শুরু করবেন মুশফিকুর রহমান গুলজারের ছবি ‘লাল সবুজের সুর’-এ অভিনয়।
উল্লেখ্য, ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্রে ছিল ‘দোলা’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ ইত্যাদি।
মন্তব্যসমূহ