সিডষ্টোর- সখিপুর সংযোগ সড়কে যান চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

 
ষ্টাফ রিপোর্টার: ভালুকার সিডষ্টোর-সখিপুর সংযোগ সড়কের কীর্ত্তণখোলা ধুমখালি বেইলী সেতুটির পাত ভেঙে যাওয়ার এক মাস পেরিয়ে সংস্কার না হওয়া ওই সড়কের যাতায়াতকারীদের  ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সখীপুর-ভালুকা উপজেলার সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে সখীপুর-সিডষ্টোর- বাটাজোর সড়কে ধুমখালী খালের ওপর ওই বেইলী সেতুটি নির্মিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি মালবাহী ট্রাকসহ ওই সেতুর দু’টি লোহার পাত ভেঙে পড়ে। সেই থেকে সড়কে ভারী যানবাহন  চলাচল বন্ধ রয়েছে। ওই সড়ক  দিয়ে সখিপুর থেকে গাজীপুর, শ্রীপুর, ভালুকা, গফরগাঁও, ময়মনসিংহ এবং সিডস্টোর হয়ে রাজধানী শহরে লোকজন যাতায়াত করে থাকে।  প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি, প্রাইভেট, মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক, পিক-আপ ভ্যান ও ব্যাটারী চালিত অটোরিক্সাসহ অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। এ ছাড়াও ময়মনসিংহ থেকে পূর্বাঞ্চলের লোকজনের সখীপুর আসার একমাত্র সড়কও এটি। ওই সড়কের অর্ধেকটা ভেঙে পড়ায় বাকী অংশ দিয়ে ঝুঁকি নিয়ে কোন রকমে সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেল ও মোটরসাইকেল করে চলাচল করছেন। সখিপুর উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম বলেন, সেতুটি সংস্কার না করায় সখিপুর থেকে ময়মনসিংহের কাচামালসহ ব্যবসায়ীক যোগাযোগ বন্ধ রয়েছে।
ওই এলাকার বাসিন্দা আক্রাম জানান ওই সেতু দিয়ে প্রতিদিন ছোট বড় প্রায় হাজার খানেক যানবাহন যাতায়াত করে থাকে। দীর্ঘদিন সেতুটি সংস্কার না হওয়ায় চলাচলকারীদের প্রায় ১০ কিলোমিটার ঘুরে সখিপুর আসতে হচ্ছে।
এ ব্যাপারে সখিপুর উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন খান বলেন, সেতুটি সংস্কারের জন্য প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

মন্তব্যসমূহ