আইপিএল-এ প্রথমবারের মতো আজ মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান


কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মুস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ‘সাকিবকে না খেলানোর খেসারত কি দিতে হল কলকাতাকে?’ দিল্লির বিপক্ষে প্রথম ম্যাচে হাসতে হাসতে জিতেছিল কলকাতা। দ্বিতীয় ম্যাচে হারতে হল তাদের। দুটি ম্যাচেই সাকিব রহমানকে খেলায়নি নাইটরাইডার্স।

আজ কলকাতার তৃতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন সাকিব। লড়াইটা হবে তখন সাকিব ও মুস্তাফিজের মধ্যে। কারণ ম্যাচটা কলকাতা ও হায়দ্রাবাদের। সাকিবের খেলা নিয়ে আশায় থাকতে হলেও সানরাইজার্স মুস্তাফিজকে ছাড়া একাদশ সাজানোর কথা কল্পনাও করবে না। প্রথম ম্যাচে দলের সেরা বোলিং পারফরম্যান্স মুস্তাফিজের। পরপর দুই বলে দুটি উইকেট নেন তিনি। অন্য বোলারদের গড় যেখানে ছিল নয় রানের উপরে, সেখানে মুস্তাফিজ দিয়েছেন ৬.৫০ করে রান। আšতর্জাতিক ক্রিকেটে আগেই নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের এ বাঁ-হাতি বোলার। আইপিএলের মতো বড় আসরেও অভিষেকেই নিজেকে প্রমাণ করলেন। তবে তিনি দারুণ বোলিং করলেও প্রথম ম্যাচে কোহলি-ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় হায়দ্রাবাদ। হারলেও দুর্দাšত বোলিংয়ের জন্য সাবেকদের প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজ। এদিকে কলকাতার সঙ্গে যোগ দেয়ার পর থেকে সাকিব একাদশের বাইরে। আইপিএল শুরু হওয়ার আগে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভালো খেলেছেন সাকিব। তারপরও এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বসিয়ে রাখছে কলকাতা।

আইপিএলে অভিষেকের পর মুস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন সাকিব। নিজের ফেসবুক ফ্যানপেজে সাকিব লেখেন, ‘আইপিএলে প্রথম খেলার জন্য তোমাকে শুভকামনা।’ তবে আজ মাঠে নামলে কেউ কাউকে ছাড় দেবেন না। - See more at: http://www.sheershanewsbd.com/2016/04/16/124100#sthash.MPvuN1Lj.dpuf
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মুস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ‘সাকিবকে না খেলানোর খেসারত কি দিতে হল কলকাতাকে?’ দিল্লির বিপক্ষে প্রথম ম্যাচে হাসতে হাসতে জিতেছিল কলকাতা। দ্বিতীয় ম্যাচে হারতে হল তাদের। দুটি ম্যাচেই সাকিব রহমানকে খেলায়নি নাইটরাইডার্স।

আজ কলকাতার তৃতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন সাকিব। লড়াইটা হবে তখন সাকিব ও মুস্তাফিজের মধ্যে। কারণ ম্যাচটা কলকাতা ও হায়দ্রাবাদের। সাকিবের খেলা নিয়ে আশায় থাকতে হলেও সানরাইজার্স মুস্তাফিজকে ছাড়া একাদশ সাজানোর কথা কল্পনাও করবে না। প্রথম ম্যাচে দলের সেরা বোলিং পারফরম্যান্স মুস্তাফিজের। পরপর দুই বলে দুটি উইকেট নেন তিনি। অন্য বোলারদের গড় যেখানে ছিল নয় রানের উপরে, সেখানে মুস্তাফিজ দিয়েছেন ৬.৫০ করে রান। আšতর্জাতিক ক্রিকেটে আগেই নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের এ বাঁ-হাতি বোলার। আইপিএলের মতো বড় আসরেও অভিষেকেই নিজেকে প্রমাণ করলেন। তবে তিনি দারুণ বোলিং করলেও প্রথম ম্যাচে কোহলি-ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় হায়দ্রাবাদ। হারলেও দুর্দাšত বোলিংয়ের জন্য সাবেকদের প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজ। এদিকে কলকাতার সঙ্গে যোগ দেয়ার পর থেকে সাকিব একাদশের বাইরে। আইপিএল শুরু হওয়ার আগে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভালো খেলেছেন সাকিব। তারপরও এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বসিয়ে রাখছে কলকাতা।

আইপিএলে অভিষেকের পর মুস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন সাকিব। নিজের ফেসবুক ফ্যানপেজে সাকিব লেখেন, ‘আইপিএলে প্রথম খেলার জন্য তোমাকে শুভকামনা।’ তবে আজ মাঠে নামলে কেউ কাউকে ছাড় দেবেন না। - See more at: http://www.sheershanewsbd.com/2016/04/16/124100#sthash.MPvuN1Lj.dpuf
Feature Image

আইপিএল নাইনে প্রথমবারের মতো সম্মুখ সমরে আজ মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ ও সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
মৌসুমে এর মধ্যে এক ম্যাচ খেলেছে সানরাইজার্স, নাইটরা খেলেছে দুটি। ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন মুস্তাফিজ, ছড়িয়েছেন বোলিং-জাদুও। কিন্তু কলকাতার দুই ম্যাচের কোনোটিতেই খেলা হয়নি সাকিবের। চার বিদেশি কোটায় গৌতম গম্ভীরের দল খেলিয়েছে আন্দ্রে রাসেল, কলিন মুনরো, জন হ্যাস্টিং ও ব্র্যাড হগকে।
নাইটরা আজ তৃতীয় ম্যাচেও সাকিবকে নামাবে কি-না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৭ রান দেওয়া হগকে যদি বসিয়েও দেওয়া হয়, সেক্ষেত্রে সুযোগটা হতে পারে সুনীল নারাইনের। শেষ পর্যন্ত একাদশে পরিবর্তন হয় কি-না, হলেও কে কার জায়গায় আসছেন সে জন্য অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।
মুস্তাফিজের হায়দরাবাদে অবশ্য পরিবর্তন অবশ্যম্ভাবী। টুর্নামেন্ট শুরুর আগেই দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন যুবরাজ সিং। ব্যাঙ্গালুরুর কাছে ৪৫ রানে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে পেসার আশিস নেহরাকেও। অন্তত দুটি ম্যাচ খেলতে পারবেন না বলে জানানো হয়েছে দলের পক্ষে থেকে।
প্রথম জয়ের অপেক্ষায় থাকা সানরাইজার্স আজ নেহরার জায়গায় নিতে পারে বারিন্দর স্রান বা অভিমন্যু মিঠুনকে। আর যদি নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকে খেলানো হয়, তবে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে ইংলিশ টি-টুয়েন্টি অধিনায়ক ইয়ন মরগানকে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মুস্তাফিজুর রহমান।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ার পর আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ‘সাকিবকে না খেলানোর খেসারত কি দিতে হল কলকাতাকে?’ দিল্লির বিপক্ষে প্রথম ম্যাচে হাসতে হাসতে জিতেছিল কলকাতা। দ্বিতীয় ম্যাচে হারতে হল তাদের। দুটি ম্যাচেই সাকিব রহমানকে খেলায়নি নাইটরাইডার্স।

আজ কলকাতার তৃতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন সাকিব। লড়াইটা হবে তখন সাকিব ও মুস্তাফিজের মধ্যে। কারণ ম্যাচটা কলকাতা ও হায়দ্রাবাদের। সাকিবের খেলা নিয়ে আশায় থাকতে হলেও সানরাইজার্স মুস্তাফিজকে ছাড়া একাদশ সাজানোর কথা কল্পনাও করবে না। প্রথম ম্যাচে দলের সেরা বোলিং পারফরম্যান্স মুস্তাফিজের। পরপর দুই বলে দুটি উইকেট নেন তিনি। অন্য বোলারদের গড় যেখানে ছিল নয় রানের উপরে, সেখানে মুস্তাফিজ দিয়েছেন ৬.৫০ করে রান। আšতর্জাতিক ক্রিকেটে আগেই নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের এ বাঁ-হাতি বোলার। আইপিএলের মতো বড় আসরেও অভিষেকেই নিজেকে প্রমাণ করলেন। তবে তিনি দারুণ বোলিং করলেও প্রথম ম্যাচে কোহলি-ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় হায়দ্রাবাদ। হারলেও দুর্দাšত বোলিংয়ের জন্য সাবেকদের প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজ। এদিকে কলকাতার সঙ্গে যোগ দেয়ার পর থেকে সাকিব একাদশের বাইরে। আইপিএল শুরু হওয়ার আগে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভালো খেলেছেন সাকিব। তারপরও এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বসিয়ে রাখছে কলকাতা।

আইপিএলে অভিষেকের পর মুস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন সাকিব। নিজের ফেসবুক ফ্যানপেজে সাকিব লেখেন, ‘আইপিএলে প্রথম খেলার জন্য তোমাকে শুভকামনা।’ তবে আজ মাঠে নামলে কেউ কাউকে ছাড় দেবেন না। - See more at: http://www.sheershanewsbd.com/2016/04/16/124100#sthash.MPvuN1Lj.dpuf

মন্তব্যসমূহ