তিনি বিতর্কের রাজা। সবসময়ই নানা বতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকতে চান পাকিস্তানের সাবেক ক্রিকেটার বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা। এর আগেও বাংলাদেশের ক্রিকেট নিয়েও তার নানা মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
তবে এবার পাশার দান উল্টে গেছে। আইপিএলে মুস্তাফিজের খেলায় রীতিমত মুগ্ধ পাকিস্তানের এই সাবেক তারকা। রমিজ রাজার কণ্ঠে এবার তাই বাংলাদেশর বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানের জয়গান। শুধু জয়গান বললে ভুল হবে, রীতিমত মুস্তাফিজ বন্দনার ডালি খুলে বসেছেন তিনি।
এবারের আইপিএলেও বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে আছেন রমিজ। মুস্তাফিজের খেলা হলেই কমেন্ট্রি বক্স থেকে শোনা যায় তাকে প্রসংসায় ভাসিয়ে রমিজ রাজার উচ্ছ্বসিত সব উক্তি।
পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজের ওয়ান ম্যান শো শেষে রমিজ রাজা বলেন, শুধু ম্যাচের সেরা নয় এবার টুর্নামেন্ট সেরার লড়াইয়ে থাকবেন বাংলাদেশের এই তরুণ প্রতিভাবান পেসার।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে একের পর এক চমক উপহার দিচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে মুগ্ধ এখন গোটা ক্রিকেট দুনিয়া। চলতি আসরে তার বোলিং নৈপুন্যে একের পর এক ম্যাচ জিতে চলেছে হায়দারাবাদ। এ পর্যন্ত ৫ ম্যাচে ৫.৭৫ গড়ে এ পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন এই তারকা। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার।
মন্তব্যসমূহ