ভালুকায় আসপাডার বিনামূল্যে রিং স্লাব ও টিউবওয়েল প্রদান



ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রিং স্লাব, টিউবওয়েল প্রদান ও ভিক্ষুক পুর্ণবাসন অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। 
আশপাডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান, তালুকদারসুদেব চন্দ্র রায়, কামরুজ্জামান মানিক, হাজি আব্দুস সাত্তার মাস্টার, কবি সেলিনা রশিদ, রমজান আলী মাস্টার, নজরুল ইসলাম তপন মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে বিনামূল্যে ১০০ জনকে রিং স্লাব, ১৫ জনকে টিউবওয়েল, ২ জন ভিক্ষুকের মাঝে ১ জনকে ১ লাখ টাকা মূল্যের মুদি দোকান ও অপরজনকে ২ টি গাভী বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ