পহেলা বৈশাখে নজরুল বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা



N

এইচ এম মোমিন তালুকদার,: সারাদেশের বৈশাখী উৎসবের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ-১৪২৩ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বাসট্যান্ড হতে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের হয়ে পোড়াবাড়ী রাস্তা দিয়ে ত্রিলাশ বাজারে শোভাযাত্রটি শেষ হয়।‘মঙ্গল শোভাযাত্রা’ তে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ ফজলুল কাদের চৌধুরী, সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় মাঠে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত বিভাগ, ফোকলোর বিভাগ এবং মিডিয়া এন্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছড়া নাট্য, সঙ, আদিবাসী নৃত্য, সাধারণ নৃত্য, গান, নাটক অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ