ময়মনসিংহে ভালুকায় বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

ইনলাইন চিত্র 1

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি : ভালুকায় রবিবার (০৩এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাঘরাপাড়া অবদার মোড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-১১-ঘ-৪১৫৭) ও অপরদিক থেকে আসা ইট বুঝাই একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলে লড়িতে থাকা ৩ জন ও বাস যাত্রী ২ জন আহত হয়আহতরা হলো বাস যাত্রী শেরপুর জেলার মোস্তাফিজুর রহমান (৪৬)সুনামগঞ্জের আলতাফ হোসেন (৭০)ও লড়িতে থাকা ভালুকা উপজেলার সাইদুল (৩০),সাদেক (৪০),ত্রিশাল উপজেলার মানিক (৩২)। খবর পেয়ে ভালুকা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ও এলাকার লোক জন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে, পড়ে লড়ির তিন জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাশপাতালে পাঠানো হয়েছে

মন্তব্যসমূহ