সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
ময়মনসিংহে ভালুকায় বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৫
আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি : ভালুকায় রবিবার (০৩এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাঘরাপাড়া অবদার মোড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-১১-ঘ-৪১৫৭) ও অপরদিক থেকে আসা ইট বুঝাই একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটলে লড়িতে থাকা ৩ জন ও বাস যাত্রী ২ জন আহত হয়।আহতরা হলো বাস যাত্রী শেরপুর জেলার মোস্তাফিজুর রহমান (৪৬), সুনামগঞ্জের আলতাফ হোসেন (৭০), ও লড়িতে থাকা ভালুকা উপজেলার সাইদুল (৩০),সাদেক (৪০),ত্রিশাল উপজেলার মানিক (৩২)। খবর পেয়ে ভালুকা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ও এলাকার লোক জন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে, পড়ে লড়ির তিন জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাশপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ