নাজমুস সাকিব-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিশ^বিদ্যালয়ের ডরমেটরীর সামনে রাস্তা করে না দেওয়ার ঘটনায় কথা কাটাকাটিতে কবি নজরুল বিশ^বিদ্যালয়ের উপ প্রধান প্রকৌশলীকে মারধোর করেছে শিক্ষকরা ।
জানাযায় বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের থাকার কোয়াটার হিসেবে নব নির্মিত ডরমেটরীর সামনের রাস্তা পাকা করে দেওয়ার জন্য উপ প্রধান প্রকৌশলী মাহবুবুল ইসলামের কাছে কিছুদিন আগে বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের নেতৃত্বে কয়েকজন শিক্ষক দাবী জানান। গতকাল বৃহস্প্রতিবার শিক্ষকরা উপ প্রধান প্রকৌশলীর কক্ষে গিয়ে রাস্তা হবে কিনা তা জানতে চাইলে উপ প্রধান প্রকৌশলী রাস্তাটি নিয়ে এখনো প্লান করা হয়নি তাই রাস্তাটি এখন হবেনা বলে জানালে মাহবুবুল ইসলামের সাথে শিক্ষকদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক রুহুল আমিন, মাসুম হাওলাদার, রকিবুল ইসলাম, দাবিড় শৈকত ও মেহেদী উল্লাহ উপ প্রধান প্রকৌশলী মাহবুবুল ইসলামকে মারধোর করে। পরে অন্যান্য কর্মকর্তারা এসে তাকে উদ্বার করে। এই ঘটনার পর পরই বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ উপ প্রধান প্রকৌশলীকে মারধোর করায় তীব্র নিন্দা ও বিশ^বিদ্যালয়ের কতৃপক্ষের কাছে অবিলম্বে এর বিচার দাবী করেন।
এই রিপোট লেখা পর্যন্ত কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে বিশ^বিদ্যালয় কতৃপক্ষের আলাদা আলাদা বৈঠক চলছিল।
মন্তব্যসমূহ