আদালতে সাবেক স্ত্রীর মুখে ছুড়ে মারলেন শত শত পয়সা!

Image result for পয়সা

বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ নিয়েই ঝামেলা শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে ঠিকঠাক খোরপোষের টাকা দিচ্ছিল না। এজন্য আদালতের শরণাপন্ন হন স্ত্রী। আর তাতেই রেগেমেগে স্বামী ব্যাগ ভর্তি খুচরো পয়সা এনে আদালতের সামনেই স্ত্রীর মুখের উপর ছুঁড়ে দিয়ে বললেন, গুনে নাও!
এ ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদ শহরে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমেদাবাদের বাসিন্দা প্রুথভি প্রজাপতি ও রামিলাবেনের মধ্যে। তারপর রামিলাবেন আদালতের কাছে খোরপোষ চেয়ে আবেদন জানান।
রামিলাবেন আদালতের কাছে জানান, তাঁর স্বামী প্রুথভি প্রজাপতি একটি শোরুমের মালিক। তাই তাঁকে মাসে মাসে যেন খোরপোষ প্রদান করেন প্রজাপ্রতি।
যদিও প্রজাপ্রতির দাবি, তিনি ওই শোরুমের একজন সামান্য কর্মচারী। ফলে রামিলাবেনের আবেদনের ভিত্তিতে আদালত স্বামী-স্ত্রী উভয়ের পরিস্থিতি বিবেচনা করে প্রজাপতিকে প্রতি মাসে এক হাজার ৫০০ রুপি করে তাঁর প্রাক্তন স্ত্রী রামিলাবেনকে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মেনে প্রজাপতি খোরপোষের টাকা দেওয়া শুরু করেন। প্রথম প্রথম ঠিকঠাক খোরপোষের টাকা প্রদান  করলেও ২০১৪ সাল থেকে সেই টাকা প্রাক্তন স্ত্রী রামিলাবেনকে আর দিতে পারছিলেন না তিনি। ফলে ফের আদালতের শরণাপন্ন হন রামিলাবেন।
আদালত খোরপোষ দেওয়ার জন্য নোটিশ পাঠায় প্রজাপতির কাছে। আদালতের নোটিশ পেয়ে সম্প্রতি আহমেদাবাদ আদালতে হাজির হন স্বামী-স্ত্রী দুজনেই। আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনেই খোরপোষের টাকা প্রাক্তন স্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য প্রজাপ্রতিকে নির্দেশ দেন বিচারক। নির্দেশ মেনে প্রজাপ্রতি আদালতের সামনে ১০ হাজার রুপির খুচরো পয়সা (কয়েন) ভর্তি ব্যাগ ছুড়ে দেন রামিলাবেনের দিকে। আদালতের নির্দেশে খোরপোষ বাবদ যে টাকা দিতে হতো সেই টাকা পুরোটাই ব্যাগের ভিতর ছিল বলে দাবি করেন প্রজাপ্রতি।
ব্যাগভর্তি খুচরো পয়সা গুনতে না পেরে গোটা ব্যাগ নিয়েই চলে যায় স্ত্রী রামিলাবেন। রামিলাবেনের সাবেক স্বামী প্রজাপ্রতির দাবি, খোরপোষ প্রথার বিরুদ্ধে এটা তাঁর প্রতিবাদ। 

মন্তব্যসমূহ