ত্রিশালে জাতীয় যুব সংহতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Trishal Pic 05.04.16Trishal Pic 05.04.16 
এইচ এম মোমিন তালুকদার, ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব সংহতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ঘটিকায় উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জি মো. সুরুজ আলী মন্ডল। উপজেলা যুব সংহতির আহ্বায়ক আমিনুল হক সোহেলের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক বিপ্লব হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মো. দেলুয়ার হোসেন কামাল।
এছাড়াও ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ