জাপানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক

 জাপানে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের কাছে রোববার প্রেরিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, কুমামোতো ও দক্ষিণ জাপানের পর এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে বেদনাহত।
প্রধানমন্ত্রী বলেন, আমি আপনার ও আপনার শোকসন্তপ্ত জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
জাপানে বৃহস্পতিবার ও শনিবারের ভূমিকম্পে কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছেন। এখনো অনেকে ধ্বংস্তূপে আটকে পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে।
শনিবার জাপানে ৭.৩ এবং বৃহস্পতিবার রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই দুই ভূমিকম্পে রাস্তা, সেতু, টানেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। ভূমি ধসে দূরবর্তী পাহাড়ি গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মন্তব্যসমূহ