ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় পুলিশসহ আটজন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সোহাগী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল, কনস্টেবল সুমন ও আজিজ এবং সমর্থক মজিবর, শাহীন, আব্দুল মান্নান প্রমুখ। এদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মজিবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, নির্বাচনী প্রচারের সময় সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী কাদির আহম্মেদ ভুঁইয়ার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হাবিবের বড় ভাই মজিবর ও ভাতিজা শাহীনসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সমর্থকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সমর্থকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন বলে জানান ওসি।
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্যসমূহ