দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম বলেছেন, ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৫১৬ বার ভূমিকম্প অনূভূত হয়েছে।
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২০০১ সালে ৩১ বার, ২০০২ সালে ৪৩, ২০০৩ সালে ৪২, ২০০৪ সালে ৩৯, ২০০৫ সালে ৩০, ২০০৬ সালে ২৭, ২০০৭ সালে ৩১, ২০০৮ ৩৬, ২০০৯ সালে ৩৪, ২০১০ সালে ৩৮, ২০১১ সালে ৩৭, ২০১২ সালে ৩৪, ২০১৩ সালে ৩৫ ও ২০১৪ সালে ২৫ বার ভূমিকম্প অনূভূত হয়েছে।
তিনি বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকম্পের সময়, ভূমিকম্প পরবর্তী সময়ে জনগণের করণীয় সম্পর্কে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার ও লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন ইত্যাদি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এছাড়া ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে সফল অংশগ্রহণের জন্য ৬২ হাজার আরবান সার্চ এন্ড রেসকিউ ভলান্টিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সরকারি দলের সদস্য শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ভূমিকম্পে উদ্ধার অভিযান পরিচালনার জন্য ১৫৮ কোটি টাকার মালামাল ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ