গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাত থেকে গ্যাসের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ি আগুনে পুড়ে গেছে। রোববার দিবাগত রাতে স্থানীয় ভাদার্ত্তী গ্রামের মো. রমজান আলীর বাড়িতে আগুন লাগে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুস সাত্তার জানান, গতকাল গভীর রাতে বজ্রপাতের ফলে স্থানীয় ভাদার্ত্তী গ্রামের রমজান আলীর বাড়িতে তিতাস গ্যাসের রাইজারে ও একটি নারকেলগাছে আগুন ধরে যায়।
আগুন মুহূর্তেই ওই গ্যাসলাইন সংলগ্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ওই বাড়ি পুরোপুরি পুড়ে যায় বলে জানান তিনি। স্থানীয়রা সাংবাদিকদের জানান, গ্যাসের লাইনে আগুন লাগার পর তিতাস গ্যাসের স্থানীয় সাব-স্টেশনে ফোন করে কাউকে পাওয়া যায়নি।
এমনকি ওই অফিসে একাধিকবার গিয়েও তালাবদ্ধ দেখা যায়। পরে জেলার টঙ্গীর জোনাল অফিসে যোগাযোগ করলে ওই এলাকার গ্যাসের লাইন বন্ধ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের আগুন থেকে ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে তিতাস গ্যাসের কালীগঞ্জ সাব-স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানান এলাকাবাসী। তবে এ বিষয় নিয়ে তিতাস গ্যাসের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্যসমূহ