কোনদিন যদি আমি যাই গো চলে
এই বাংলাকে ছাড়ি,,
মোর গায়ে মাখিও এই বাংলার কাদামাটি
মোর কাফনে তোমরা লিখিয়া দিও
এই বাংলায় ছিল মোর ঘরবাড়ি !!
জানি রে.. মা তোর শ্যামল-রূপ
ছেড়ে চলে যাব একদিন,,
তব মোর দুটি কাঁজলৗ নয়নে
তোর ছবি আঁকিব চিরদিন //
দোয়েল -শ্যামার মধুর -গান
আর নাহি শুনিব,,
একাকী আমি বিরহিণী হয়ে
কতো দিন রজনৗ গুনিব!!
ধুসর কালো কাকের ভিড়ে
আমি রব আড়ালে,,
ডাহুক পাখির কন্ঠে মিলে
আমিও কইব কথা নিরালে//
চাতক পাখির মতোই আমি
কাটাইব কতো রাতি,,
সেদিন মোর অন্ধকার ঘরে
কভু আর জ্বলিবে না সুখের ভাতি //
বৈশাখ মাসের ঝড়ের টানে
আর ছুটিব না আম্রবনে ,,
দখিণা বাতায়নে বসিয়া কভু
গাহিব না গান প্রিয় তোমার -লাগিয়া
কোন মধুর -লগনে //
চৈত্র মাসের রৌদ্রদাহে
পুড়িবে না মোর দেহ,,
আমার -লাগিয়া নদৗর ধারে
আর বাঁশি বাজাইবে না কেহ //
কামরাঙা শাখায় দেখিব না আর
গোলাপ রাঙা ফুল,,
জামের শাখায় দেখিব না আর
রাঙা ঠোঁটের বুলবুল //
কোথাও কভু দেখিব না আমি
রাম শালিকের ঝাঁক,,
ঘন-বর্ষায় দেখিব না আর
ছোট নদৗর বাঁক//
মন্তব্যসমূহ