- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুলআজিজ বিন আল সৌদ। পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে জনগণের ক্ষোভ প্রশমনের লক্ষ্যে শনিবার রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। বিদায়ী মন্ত্রীর নাম আবদুল্লাহ আল হোসেইন।রাজকীয় ফরমানে কৃষিমন্ত্রী আবদেল রহমান আল-ফাদিকে পানি ও বিদ্যুৎ বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়াকে কেন্দ্র সৃষ্ট দেশটির বাজেট ঘাটতি মেটাতে পানি, বিদ্যুৎ এবং জ্বালানির ওপর থেকে ভর্তুকি কমিয়েছে সৌদি আরব। দেশটির অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।গত মাসে আল হোসেইন স্বীকার করেন যে, পানির দাম বাড়ানোয় সৌদি জনগণ ক্ষুব্ধ। অনেক ক্ষেত্রেই তারা নিজেরা কূপ খননের অনুমতি চাইছেন। চলতি মাসের গোড়ার দিকে আরব নিউজ ডেইলির খবরে বলা হয়, পানির দাম বাড়ানোর বিষয়টি ভালোভাবে নেয়নি সৌদি আরবের প্রভাবশালী শুরা পরিষদ। সূত্র: ইয়াহু।
মন্তব্যসমূহ