ত্রিশালে নিখোঁজের দুইদিন পর শিশুর মরাদেহ উদ্ধার


13002349_228064547556590_8490671028939245543_o-picsay[1]
এইচ এম মোমিন তালুকদার- ময়মনসিংহের ত্রিশালে সজীব (০৮) নামে এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ক্ষেত থেকে এ মরাদেহ উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (১৩ এপ্রিল) ধানীখোলা এলাকার শফিকুল ইসলামের আট বছর বয়সী শিশু পুত্র সজীব(৮) নিখোঁজ হয়। এরপর শুক্রবার সকালে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের পাশে ধান ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরুদ্ধ করে কে বা কারা সেখানে ফেলে রেখে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ