শরীয়তপুরে চুরির অপরাধে শিশু তালাবদ্ধ!


সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: চুরির অপরাধে ৮ বছরের শিশুকে শিকল দিয়ে বৈশাখের দুপুরে রোদে ফেলে রেখেছে। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের চর কোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায় বেঁধে রাখা শিশুটি রবিবার সন্ধ্যায় পাশ্ববর্তী ডোমসার বাজারের এক দোকান থেকে ৩টি আরসি কোলা চুরি করে নেয়।

সরেজিমন গিয়ে দেখা যায়, ডোমসার চর কোয়ারপুর গ্রামের হাজী আবু সিদ্দিক ঢালীর কান্দি এলাকার ৮ বছরের শিশু নয়নকে শিকল দিয়ে বৈশাখের খড়তাপ রোদে তালাবদ্ধ করে রাখা হয়েছে। খোঁজ নিয়ে দেখা যায় নয়ন ওই গ্রামের মজিবর মাঝির ছেলে। শিশু নয়নকে রোদে তালাবদ্ধ করে রেখে পাশের বাড়িতে কিছু পুরুষ-মহিলা হাসি ঠাট্টা করছে।

তাদের সাথে আলাপ কালে জানায়, বেঁধে রাখা শিশুর নাম নয়ন। নয়ন মাদ্রাসা থেকে পালিয়ে ডোমসার বাজারের এক দোকান থেকে আরসি কোলা চুরি করে খেয়েছে। সেই দোকানদার নয়নের পিতা মজিবর মাঝির কাছে বিচার দেয় তাই মজিবর মাঝি এ কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। তাছাড়া শিশু নয়ন এলাকায় চুরি করে। কারো গাছের আম সহ সকল ফল চুরি করে। নয়নের কারণে সঙ্গে থেকে এলাকার শিশুরা নষ্ট হয়ে যাচ্ছে তাই নয়নের এ শাস্তি হওয়া উচিৎ।

শিশু নয়নের বাবা মজিবর মাঝি জানায়, নয়নকে ৪ হাজার টাকা খরচ করে নড়িয়া উপজেলার রাজনগর তালতলা আলিয়া মাদ্রাসায় ভর্তি করেছে। নয়ন মাদ্রাসা থেকে পালিয়ে এলাকায় চুরি করে। কারো গাছের ফল রাখতে পারে না। এলাকা থেকে বিচার আসে তখন তার খুব খারাপ লাগে। সোমবার সকালে ডোমসার বাজারে গেলে এক দোকানদার বলেছে নয়ন তার দোকান থেকে ৩টি আরসি কোলা চুরি করেছে। এজন্য নয়নকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ