স্পোর্টস আপডেট ডেস্ক – মুস্তাফিজুর রহমান দিন দিন নিজেকে আরও উন্মোচিত করছেন। তাঁর প্রতিভার প্রশংসা করছেন সবাই। এতদিন জাতীয় দলের হয়ে ভালো তো খেলছিলেনই এবার তিনি ভালো বল করা শুরু করেছেন আইপিএলেও।আইসিসিতে তাক লাগানো রেকর্ড গড়েছেন মুস্তাফিজ। তার প্রশংসায় ভারতীয় মিডিয়া। জীবনে প্রথম আইপিএল তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
এবার মুস্তাফিজুর গড়লেন নতুন রেকর্ড। টি২০ তে সবচেয়ে কম ইকোনমি রেটের মালিক এখন মুস্তাফিজুর রহমান। টি২০তে কমপক্ষে ৫০০ বল করা পেসারদের মধ্যে মুস্তাফিজুরই সবচেয়ে মিতব্যয়ী।
তাঁর ইকোনমি রেট মাত্র ৫ দশমিক ৯৪।বিশ্বের আর কোনো পেসারের ইকোনমি রেট ছয়ের নিচে নেই। পেসারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক।
ক্লার্কের ইকোনমি রেট ৬ দশমিক ০৭। তবে ক্লার্ক ২০১১ সালে অবসর নিয়ে ফেলেছেন। তাই এখন বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
মন্তব্যসমূহ