ময়মনসিংহ: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলনে এসে ‘হিট স্ট্রোকে’ কালা মিয়া(৫৭) নামে আ.লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে।
কালা মিয়া গফরগাঁও উপজেলার শালতিয়া ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যান তিনি।
গফরগাঁও উপজেলার শালতিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পল্টন বাংলানিউজকে জানান, গফরগাঁও থেকে আ.লীগের মিছিলের সঙ্গে এসেছিলেন কালা মিয়া। প্রখর রৌদ্রের মধ্যে ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন তিনি।
মন্তব্যসমূহ