নাজমুস সাকিব, ত্রিশাল থেকে
ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ছেলে ও দুই নাতির হাতে তহুরুন নেছা (৮০) নামে এক বৃদ্ধা মা আহত হয়েছেন। ১০ই এপ্রিল রবিবার সকাল ১১টায় উপজেলার বীররামপুর ভাটিপাড়া এলাকায় বৃদ্ধা তহুরুন নেছাকে তার বড় ছেলে নিজাম উদ্দিন (৫৫) ও দুই নাতি আবুল কাশেম (২৫), মাসুম আলী (২২) পিটিয়ে গুরুতর আহত করে। বৃদ্ধা তহুরুন নেছার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। জানা যায় বীররামপুর ভাটিপাড়া গ্রামের মৃত আহমদ আলীর বড় ছেলে নিজাম উদ্দিন (৫৫) তার ছোট ভাই দুলালের সাথে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধ চলছিল। দুলাল জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার বড় ভাই ও তার দুই ছেলে আমার উঠানে এসে আমার মা ও বোনের উপর হামলা করে। আহত তহুরুন নেছা হসপিটালের বেডে শুয়ে আর্তনাদ করে বলেন, আমার বড় ছেলে ও দুই নাতি আমারে মাছে। আমি আমার বড় ছেলে ও নাতির বিচার চাই।
এ বেপারে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ