আবেগ =ফারুক মিয়া


আবেগ 
বিবেকের কাছে আবেগ অচল
জ্ঞানীগুণীদের বাণী,
সন্দেহ নাই দামী কথাই
আমিও তাই মানী।
আবেগ দিয়ে দিন চলে না
অনেকেই তা বলছে,
ভেবে দেখি ভবের বাজার
আবেগ দ্বারাই চলছে।
আবেগ ছিল সাবেক থেকেই
ছোট্ট কালের কথা,
আবেগ থেকেই সৃষ্টি হলো
ভালোবাসার প্রথা।
তারই টানে এই ভুবনে
মানুষ মানুষে মিশে,
আবেগহীনা মানুষ কি না
পাইনা ভেবে দিশে।
বে-আবেগী -হৃদয়হীনাও
জোর গলাতে বলবো,
তাইতো আমি মানুষ হতে
আবেগ নিয়েও চলবো।
( আবার )
আবেগপ্রবণ বাড়তি লবণ
স্বাদের বদল বিষাদ,
মুই সে রোগী ভুক্তভোগী
বুঝছি প্রবণ কি স্বাদ।

মন্তব্যসমূহ