গতবছর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। তবে নিরাপত্তার ইস্যু ভুলে গিয়ে আবারো বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে চলতি বছরে মাশরাফিদের সাথে খেলতে আসছে না অজিরা। আগামী বছরে দুইটি টেস্ট ম্যাচ খেলতে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মঙ্গলবার সাদারল্যান্ড বলেন, ‘আমরা আলাদাভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যোগাযোগ করেছি। তারা জানে এবং বুঝতে পেরেছে আমরা কেন আমাদের সফরটি স্থগিত করেছিলাম। অবশ্যই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। আমরা বাংলাদেশে গিয়ে সেখানে ক্রিকেট খেলতে খুব আগ্রহী।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর। ২০১৭ সালেই তারা বাংলাদেশে আসবে বলেও জানায়। আগামী বছরের জুলাই কিংবা সেপ্টেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা জানায় তারা। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখেই হালকা শীতের সময়টাতে আসতে চায় অস্ট্রেলিয়া।
মন্তব্যসমূহ