- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আইসিসির বোর্ড মিটিং শেষ করে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতির পাশাপাশি আরও কিছু সুসংবাদ দেন বিসিবি সভাপতি। তিনি জানান, আগামীতে আর্থিক সুবিধার পরিমাণ বাড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সোমবার নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে বলেন, ‘র্যাংকিংয়ে উন্নতির কারণে সুবিধা বাড়ছে। সুবিধার চেয়ে বড় কথা হচ্ছে পারফরম্যান্স। বিভিন্ন সময় বাছাইপর্ব খেলতে হয়; সেটা আর খেলতে হবে না। সবচেয়ে বড় কথা টাকা পয়সা যা পাচ্ছি প্রথম থেকে এটারও একটা পরিবর্তন আসছে। প্রত্যেকে সমর্থন করেছে আমাদের টাকা বাড়িয়ে দেওয়ার ব্যাপারে।’
এসময় ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) নিয়েও কথা বলেন পাপন। তিনি বলেন, ‘কিছু দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। এফটিপির বাইরে কিছু দলের সঙ্গে আমাদের খেলার সুযোগ আছে। সেগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করছি।’
মন্তব্যসমূহ