ভালুকায় ৪ এপ্রিল সোমবার সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে একটি বণার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।
র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত হোসেন, ভালুকা (হবিরবাড়ী) রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খান, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সাংবাদিক এ বি এম জিয়া উদ্দীন বাসার, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী শহীদুল আলম,ভালুকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জীবন বাবু, কাচিনা ইউনিয়ন চেয়ারম্যান খালেদুজ্জামান তালুকদার হুমায়ূন প্রমুখ।
মন্তব্যসমূহ