জাতীয় আইনগত সহায়তা দিবসে ত্রিশালে র‌্যালী ও আলোচনা



নাজমুস সাকিব-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবসে গতকাল বৃহস্প্রতিবার ডেমোক্রেসী ওয়ার্চের আয়োজনে র‌্যালী আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বনার্ঢ্য র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন। ডেমোক্রেসী ওয়ার্চ কর্মকর্তা মুনমুন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চান মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার,সমাজ সেবা কর্মকর্তা মির্জা নিঝুয়ারা,নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ। আলোচনা সভা শেষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

মন্তব্যসমূহ