নিহত হননি চিত্রনায়ক রিয়াজ, তিনি বেঁচে আছেন স্বুস্থ্য আছেন…

 মিথ্যা সংবাদ প্রকাশে ভুয়া পোর্টালের বিরুদ্ধে পাঠকদের নিন্দা ও ক্ষোভ

মিথ্যা সংবাদ প্রকাশে ভুয়া পোর্টালের বিরুদ্ধে পাঠকদের নিন্দা ও ক্ষোভ
সম্প্রতি মেহের আফরোজ শাওন পরিচালিত একটি সিনেমায় চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর দৃশ্যের ছবি ব্যাবহার করে কিছু অনলাইন নিউজ পোর্টাল পাঠকদের সাথে প্রতারনা মুলক একটি নিউজ প্রকাশ করেছেন। যে নিউজটি কিনা খুব অল্প সময়ে ভাইরাল হয়ে গেছে। আর কেনইবা হবে না। নিউজটির শিরোনাম দেখে যে কেউ আতকে ওঠাটাই স্বাভাবিক। শিরোনামটি এমন ‘দূর্ঘটনায় নিহত চিত্রনায়ক রিয়াজ| নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধনের ডাক’ অনেকেই এই ছবিটি সত্য মনে করে তার নামে ভূয়া মৃত্যুর সংবাদটি না যেনে না বুঝে আবেকের বসে তাদের ফেসবুকে শেয়ার করে সবার মাঝে ছড়াচ্ছেন।
নিউজটির শিরোনামটিই শুধু মিথ্যা নয় নিউজটির ভেতরেও রয়েছে মন গড়া মৃত্যুর কাহীনি সেই সাথে নিউজটি আরো মুখোরচক করতে বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়ক নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর নামটাও ব্যবহার করেছে ঐসব  প্রতারক বাটপার মনমানুসিকতার নিউজ পোর্টাল গুলো। যে কথাগুলোর কোন সত্যতা নেই।
গতকাল ১৭ এপ্রিল, ২০১৬ প্রথমে একটি নিউজ পোর্টাল এই নিউজটি প্রকাশ করার পর আস্তে আস্তে আরো বিভিন্ন অনলাইন পোর্টালগুলো নিউজটি করতে থাকে এরপর পাঠকদের মাঝে দেখা দেয় বিভ্রান্ত। গতকাল রাত থেকে অনেক পাঠক নিরাপদ নিউজে ফোন করে এবং নিরাপদ নিউজের অফিসিয়াল পেজে মেসেজ দিয়ে চিত্র নায়ক রিয়াজ এর মৃত্যুর সত্যতা জানতে চেয়েছেন। এবং প্রকৃত সত্য ঘটনা জেনে সকলে ঐসকল নিউজ পোর্টালের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।
গতকাল প্রকাশ হওয়া বিভিন্ন নিউজ পোর্টালের মিথ্যা নিউজটি আপনাদের দেখানোর জন্য নিম্নে হুবহু তুলে ধরা হল:
screenshot 1
দূর্ঘটনায় নিহত চিত্রনায়ক রিয়াজ | নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধনের ডাক !
শ্যুটিং শেষে সুস্থসবল হাস্যোজ্বল মানুষটাই রওনা দিয়েছিলেন বাসার পথে। নিয়তির কি নিষ্ঠুর খেলা। সেই মানুষটাই গোমড়া মুখে ঘরে ফিরলেন লাশ হয়ে !
দেশের আনাচে কানাচে লাখো ভক্তদের চোখের জলে ভাসিয়ে এভাবেই যেনো রাগ করে চলে গেলেন অভিমানী রিয়াজ।
১৭ই এপ্রিল রোববার সকাল এগারোটায় ঢাকায় ফেরার পথে বরিশালগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন দেশের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী (রিয়াজ)। প্রচন্ড জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সন্ধ্যা সাতটায় রিয়াজের মরদেহটি ঢাকা মেডিকেল থেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে দূর্ঘটনায় সময় চালক বাস রেখেই পালিয়ে যাওয়ায় তাকে আর আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ির মালিককে পুলিশি হেফাজতে এনে রাখা হয়েছে। ডান্ডি খেয়ে গাড়ি চালানোর কারণেই ড্রাইভার চোখে ঝাপসা দেখে এই দূর্ঘটনাটি ঘটিয়েছে বলে দাবী করছেন তিনি।
শেষখবর পাওয়া পর্যন্ত, সড়ক দূর্ঘটনায় চিত্রনায়ক রিয়াজের অকাল প্রস্থানে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। আগামীকাল সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন হবে বলে জানিয়েছেন তিনি। সড়ক দূর্ঘটনার বলি হিসেবে নায়ক রিয়াজকে হারিয়ে সড়ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শিক্ষা হওয়া উচিত বলে মনে করছেন জনপ্রিয় এই চিত্র অভিনেতা।
জনপ্রিয় নায়ক রিয়াজ
জনপ্রিয় নায়ক রিয়াজ
( চিত্র নায়ক রিয়াজের ভুয়া মৃত্যুর সংবাদ অনেকে না জেনে না বুঝে ফেসবুকে শেয়ার করে সকলের মাঝে যে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। তাই আসুন প্রকৃত সত্য নিউজটি শেয়ার করে সকলের সেই ভুল ধারনাটি ভেঙ্গে দেই। নিউজটি শেয়ার করুন সকলকে সত্য ঘটনাটি জানান।)

মন্তব্যসমূহ