নাজমুস সাকিব, ত্রিশাল থেকে ঃ ময়মনসিংহের ত্রিশালে বাবাকে হত্যা করতে না পেরে ৫ বছরের শিশু মেয়েকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ মেয়েটি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর সেনের চকপাড়া গ্রামে ১৪ই এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ব্যবসায়ী হায়দার আলীর বাড়ীতে সন্ত্রাসীরা হানা দেয়। সন্ত্রাসীরা ঘরের জানালা ভেঙ্গে জানালা দিয়ে হায়দার আলীকে গুলি করতে গেলে দেখেন সেখানে হায়দার আলী নেই। পাশের রুমে অবস্থানরত হায়দার আলী গুলির শব্দ শুনে ডাক চিৎকার শুরু করে। এ সময় সন্ত্রাসীরা হায়দার আলীকে না পেয়ে জানালার পাশে ঘুমন্ত ৫ বছরের মেয়ে ইকরাকে গুলি করে। হায়দার আলীর চিৎকার ও মেয়ের কান্নার কারনে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইকরাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে শিশু সার্জারী বিভাগে ভর্তি আছেন।
মেয়ের বাবা হায়দার আলী জানান,আমার শয়ন কক্ষে আমি ছিলাম না। আমাকে মারতে এসে আমাকে না পেয়ে মেয়েকে গুলি করেছে। আমি রুমে না থাকার কারনে প্রাণে বেঁচে গেছি। আমার চিৎকার ও মেয়ের কান্নার কারনে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করেন। লোকজনের উপস্থিতি দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমার মেয়ে বেঁচে আছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবগুলো গুলি পায়ের মধ্যে লাগার কারনে সে বেঁচে গেছে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এস আই) শামীম আহমেদ জানান,সম্ভবত পাইপগান বা দেশীয় বন্দুক দিয়ে গুলি করা হতে পারে। বিষয়টি নিয়ে মামলা হবে।
মন্তব্যসমূহ