কান্নায় বিরক্ত হয়ে ভাড়াটের শিশুকে আছড়ে মারলো বাড়িওয়ালি!

বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকায় বাড়ির মালিক বাদলা মৃধার স্ত্রী নুপুর বেগমের বিরুদ্ধে এ শিশু হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আছাড় দেয়ার ঘটনা ঘটলেও গভীর রাতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশু হাফিজুর বানারীপাড়া পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকার বাদলা মৃধার বাড়ির ভাড়াটে রিকশাচালক রিপন শেখের ছেলে ছিল।
ঘটনার পর থেকে বাড়িওয়ালা বাদলা মৃধার স্ত্রী ও স্থানীয় বধূসাজ বিউটি পার্লারের মালিক নুপুর বেগম পলাতক রয়েছেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে বসে কান্না করছিল শিশু হাফিজুর। কান্না না থামায় ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালার স্ত্রী নুপুর বেগম তাকে আছাড় দেন। এতে শিশুটি বুকে ও মাথায় গুরুতর আঘাত পায়।
ওসি আরো জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এছাড়া নুপুর বেগমকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ