সাভার (ঢাকা): আশুলিয়ায় বৈশাখী শাড়ি না পেয়ে স্বামীর ওপর অভিমানে আত্নহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেলে আশুলিয়ার নরশিংহপুর বুড়িপাড়া এলাকায় নূর মোহাম্মদ সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ বিথী আক্তার (২৬) স্বামী মো. শাহিনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি ঠাকুরগাঁ জেলার ওবায়দুর রহমানের মেয়ে।
নিহতের প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখ উপলক্ষে স্বামী শাহিনের সঙ্গে বৈশাখী শাড়ি কিনে দেয়াকে কেন্দ্র করে বিথীর ঝগড়া হয়। শুক্রবার সকালেও এ বিষয়টি আবারও তাদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় রাগ করে শাহিন বাড়ি থেকে বেরিয়ে গেলে বিথী নিজ কক্ষের দরজা বন্ধ রেখে বিকেল পর্যন্ত নিজেকে আবদ্ধ করে রাখেন। ব্যাপারটি সন্দেহজনক মনে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেন। পরে জানালা দিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে বিথী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে বিকেলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিনকেও আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ হোসেন জানান, স্বামীর সঙ্গে অভিমান করেই ওই গৃহবধূ আত্নহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ