মুস্তাফিজুর রহমানকে খোঁচা মারেন এক ভারতীয় সাংবাদিক। ইংরেজি না জানায় খোঁচা মারার সুযোগটি পান এ ভারতীয় সাংবাদিক।
মুস্তাফিজ তাকে কড়া জবাব দিয়েছেন। হায়দারাবাদের দলীয় অধিনায়ক ওয়ার্নার। তার সাথে মুস্তাফিজের এত দারুণ বোঝাপড়া কিভাবে।
মুস্তাফিজের কাছে ইন্ডিয়ান টাইমসের এক সাংবাদিক প্রশ্ন করেন আপনি তো ইংরেজি পারেন না, তাহলে মনের ভাব বিনিময় করেন কিভাবে?
এমন খোঁচা মারা প্রশ্নের জবাবটা কড়াভাবে দেন মুস্তাফিজ। মুস্তাফিজ বলেন, ক্রিকেটের তো নিজস্ব ভাষা রয়েছে।
আমি ক্রিকেটের ভাষাটাই বুঝি। ক্রিকেট খেলতে অন্য ভাষা বোঝা বা না বোঝার দরকার নেই এই বিষয়টি ভারতীয় সাংবাদিককে বুঝিয়ে দেন মুস্তাফিজ।
মুস্তাফিজের কথা শুনে অবাক হয়ে যান ভারতীয় সাংবাদিক। মুস্তাফিজ কোনো বড় ব্যাটসম্যান আর ছোট ব্যাটসম্যানের ব্যবধান জানেন না।
সবাইকে একই দৃষ্টিতে দেখেন। ইংরেজি না জানা মুস্তাফিজের জবাবে ভারতীয় সাংবাদিকের বুঝতে বাকি রইল না এই ছেলেটি সত্যিই বাংলাদেশের টাইগার।
মন্তব্যসমূহ