চীনের গুয়াঞ্জং প্রদেশে প্রবল বাতাসের কারণে একটি ক্রেন ভেঙ্গে পড়ে কমপক্ষে ১৮ জন মানুষ নিহত হয়েছেন। আরও প্রায় ১৮ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছে।
লু বিন নামের ডংগুণ শহরের একজন সরকারি কর্মকর্তা সিনহুয়া সংবাদ সংস্থাকে জানিয়েছে, ক্রেনটি একটি দোতলা ভবনের উপর ভেঙ্গে পড়ে। শিপিং কন্টেইনার দিয়ে বানানো হয়েছিল ঐ ভবন। তিনি বলেন, বুধবার সকালে ঐ ক্রেন ভেঙ্গে পড়ার সময় ১৩৯ জন নির্মাণ শ্রমিক ভবনের ভিতরে ছিল।
সূত্র : সিনহুয়া।
মন্তব্যসমূহ