সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
সরকারি ওয়েবসাইটে সানির নগ্ন ছবি
ভারতের হায়দরাবাদ পৌরসভার ওয়েবসাইট খুলে সম্প্রতি ভিরমি খেয়েছেন অনেকেই। পৌরসভার তথ্যের বদলে তাতে ভেসে উঠছে হিন্দি সিনেমার অভিনেত্রী সানি লিওনির নগ্ন ছবি!ডিএনএ সাময়িকী জানায়, প্রথমে ওয়েবসাইটটির হোমপেইজে দেখা যায় সাবেক এই পর্নো তারকার অশ্লীল ছবি, যার ক্যাপশন ছিল, ‘হ্যাভিং ফান ইন দ্য শাওয়ার’। এরপর ওয়েবসাইটটির আরেকটি পেইজ ‘অফসাইট রিয়েল টাইম মনিটরিং সিস্টেম’ (ওআরএসটি)-এ দেখা যায় সানির আরও কিছু নগ্ন ছবি। এই ঘটনা ঘটার পরপরই হায়দরাবাদ পৌরসভার ওয়েবসাইটে পরিদর্শকের সংখ্যা বেড়ে যায় সাধারণের তুলনায় ১৬ শতাংশ। আরও কিছুক্ষণ চেষ্টার পর ওআরএসটি পেইজ থেকে ছবিটি সরাতে সফল হয় কারিগরি দল, কিন্তু এরপর ওয়েবসাইটের বাকি পেইজগুলোতে ভেসে উঠে একের পর এক অশ্লীল ছবি। মূলত এলাকাবাসীর একাধিক অভিযোগ শুনেই কাজে সোচ্চার হয় পৌরসভার কর্মীরা, জানায় টাইমস অফ ইন্ডিয়া। হায়দরাবাদ পৌরসভার আইটিবিষয়ক সহকারী কমিশনার সুরেন্দ্র মোহন টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তিকে সনাক্ত করার জন্য আভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। আশা করছি এমন আর কখনও হবে না।” হায়দরাবাদ পৌরসভার এই ওয়েবসাইটটি দেখাশোনা করে সেন্টার অফ গুড গভরন্যান্স (সিজিজি) নামের এক সংস্থা। পৌরসভার কর্মকর্তারা ধারণা করছেন, এই ঘটনার জন্য মূলত এই সংস্থাটিই দায়ী। তবে তা মানতে রাজি নয় সিজিজি কর্তৃপক্ষ। “আমাদের দায়ী করা সম্ভব নয়। যতদূর আমি জানি, হায়দরাবাদ পৌরসভার সঙ্গে আমাদের চুক্তির নিষ্পত্তি করা হয়েছে।” বলেন সিজিজির ই-গভরন্যান্স পরিচালক।
মন্তব্যসমূহ