মাঠে থাকা তরুণ নেতৃত্বই আসবে ময়মনসিংহে সৈয়দ আশরাফুল ইসলাম


IMG_8120
বেলাল হোসেন প্রান্ত ॥
ময়মনসিংহে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্বাগত জানাতে ময়মনসিংহ জংশনে উপস্থিত হন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান । আজ শুক্রবার দুপর ১ টা ৩০ মিনিটে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনে তিনি ময়মনসিংহ জংশনে এসে পৌছান। এ সময় ধর্মমন্ত্রী রেলওয়ে মসজিদে যোহরের নামাজ আদায় করছিলেন।
এদিকে ধর্মমন্ত্রীর পুত্র জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহের তরূণ প্রজন্মের প্রাণ মহানগরের পদ প্রত্যাশি নেতা মোহিত উর রহমান শান্তর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে মুর্হুমুর্হু স্লোগানের মধ্যে দিয়ে স্বাগত জানান। এবং মন্ত্রীর অবস্থানকারী বগিতে গিয়ে মোহিত উর রহমান শান্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে সার্কিট হাউজে নিয়ে যান।
IMG_8063IMG_8148
এদিকে ময়মনসিংহ জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসে মহানগর কবে হবে এ প্রশ্নের মুখে পরতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রীকে। মন্ত্রী বলেন,এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত রয়েছে গেজেট প্রকাশিত হলেই মহানগর বাস্তবায়ন হবে। এ সময় মাটি ও মানুষ প্রশ্ন রাখে সম্মেলনে চমক আসছে এ ব্যাপারে কোন পুর্বভাস জানাবেন কিনা? প্রশ্নউত্তরে জনপ্রশাসন মন্ত্রী বলেন জেলা ও মহানগরে দুজন করে চারজন নেতৃত্বে আসবেন। তবে অবশ্যই দীর্ঘ্য দিন মাঠে থাকা তরুণ নেতৃত্বই সামনে আসবে। তিনি বলেন,বাকিটা আগামীকালের জন্য রেখে দিলাম ,সম্মেলন মঞ্চেই ময়মনসিংহের কাংক্ষিত চমক প্রকাশ করা হবে।

মন্তব্যসমূহ