মুস্তাফিজের জন্য দিন গুনছে মোহামেডান

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের খেলার কথা রয়েছে মুস্তাফিজের। কিন্তু আইপিএল খেলার কারণে ডিপিএল খেলতে পারছেন না তিনি। তবে আইপিএল শেষ হলেই দেশে ফিরবেন ২০ বছর বয়সী এই পেসার। ঢাকা প্রিমিয়ার লিগের শেষের দিকে কয়েকটি ম্যাচে তাকে পেতেও পারে মোহামেডান। আর তাই মুস্তাফিজের জন্য দিন গুনছে মোহামেডান। সুপার লিগের শেষের দিকে মুস্তাফিজকে পাওয়ার আশায় মুস্তাফিজকে দলে নেয় মোহামেডান। নতুন পেস বোলিং সেনসেশন সে সময়ে পার্থক্য গড়ে দিতে পারেন।
এখনও সরাসরি মুস্তাফিজের খেলা দেখা হয়নি মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান থারাঙ্গার।

মন্তব্যসমূহ