কালবৈশাখী ঝড়,, শেখ সুমাইয়া সুলতানা



এলো রে, কালবৈশাখী ঝড়
মাঝি তুই পাল তুলিয়া ধর,,
তোর গৃহে যাবার সময় হইলো
তাই জলদি জলদি কর //
গগনে আজি মেঘের গরজ
বিষম -অন্ধকার,,
এমনি রূপ ধারণ করিলো
যেন কিয়ামতের হুংকার !!
ঘোড়ার বেগে বহিছে বাতাস
ডাকিছে বজ্রধ্বনি,,
কোথাকার যেন ভয়ানক সুরে
কাঁপিছে শ্যামল পৃথিবী //
আসমান -জমিনে মহাপ্রলয়
একাকার হলো সব,,
আজি মানুষ, পশুপাখি যেন
নিস্তব্ধ -নিরব //
চারিদিকে শুনি মধুর -বাণৗ
আল্লাহ আল্লাহ ধ্বনি,,
আজি এখানেই কি শেষ হইবে
আমাদের জৗবনৗ?!
আমের শাখায়, জামের শাখায়
শুনি হাজারও পাখির ক্রন্দন,,
কালবৈশাখী ঝড়ে যেন
ছিঁড়িয়া গেল ওদের নিবিড় -বন্ধন //
ঘরের চালে আগুন জ্বলে
ভয়ানক বজ্রপাত,,
জৗবনের শত দুঃখ যেন
করিছে রেখাপাত//
চারিদিকে ছড়ানো আমের মুকুল
আরও কচি জামগুলি ,,
গাছের নৗচে পড়ে রয়েছে
কতো প্রাণহৗন বুলবুলি //
কৃষক ভাইয়ের সোনার ফসল
ভাসিছে বাণের জলে,,
পল্লী গাঁয়ের ছোট গৃহগুলি
ভাঙিলো বুঝি এই ভয়ানক ঝড়ের কবলে //

মন্তব্যসমূহ