ত্রিশালে চাঞ্চল্যকর সজিব হত্যা মামলার মূল আসামী সবুজ গ্রেফতার


নাজমুস সাকিব, ত্রিশাল থেকেঃ  ময়মনসিংহের ত্রিশালে মামলা হওয়ার ৪৮ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর সজিব হত্যার মূল আসামী মোঃ সবুজ মিয়া (১৮) কে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের উজান ভাটিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সজিব মিয়া (৯) ১৩ই এপ্রিল নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করার এক সময় সজিবের বড় ভাই রাজিবের মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল করে ২/৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে। নিখোঁজের ৩য় দিন ১৫ই এপ্রিল বেলা ১২টায় একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জনৈক আতিকুর রহমানের ধানক্ষেতে নিখোঁজ সজিবের গলিত লাশ দেখে স্থানীয় জনগন পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থ লে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ১৬ই এপ্রিল সজিবের পিতা মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় ৩০২/২০১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান  সাংবাদিকদের জানান,  টাকা দাবীকৃত মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরে মৃত সজিবের মামাত ভাই আসামী সবুজকে ১৭ই এপ্রিল রাত সাড়ে ১১টায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গাছ থেকে তেতুল পাড়ার কথা বলে সজিবকে নির্জন জঙ্গলে নিয়ে গলাটিপে হত্যা করে পাশর্^বর্তী ধান ক্ষেতে ফেলে দেয় এবং টাকা দাবীকৃত সিমটি ভেঙ্গে ঘটনাস্থলের পাশের এটি পুকুরে ফেলে দেয়।  জিজ্ঞাসাবাদে সজিব ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব বর্ণনা করে। 
এবেপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই চাঁদ মিয়া জানান, মামলা হওয়ার পর থেকেই ঘটনাটি মূল রহস্য ও আসামী গ্রেফতারের জন্য ভিবিন্ন কৌশল অবলম্বন করা হয়। মোবাইল টেকিংয়ের মাধ্যমে ১৭ই এপ্রিল রবিবার রাত সাড়ে ১১টায় ধানীখোলা উজান ভাটিপাড়া গ্রামের মোঃ শরিফ উদ্দিনের ছেলে মোঃ সবুজ মিয়াকে ত্রিশাল থানা অফিরার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

মন্তব্যসমূহ