দুই বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু



দুই বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: মাত্র দুইবছর বয়সী এক শিশুর ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন তার মা। যুক্তরাষ্ট্রের মিলওয়াউকি শহরে এই ঘটনাটি ঘটে। খবর-বিবিসি’র।
নিহত মা প্যাট্রিস প্রাইস যখন তার ছেলে বন্ধুর গাড়ি চালাচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। মিস পরিসের বন্ধুটি একজন নিরাপত্তা কর্মী এবং তারই অস্ত্রটি ছিল গাড়ির পেছনের সিটে।
গাড়িতে মিস পরিসের মা এবং তার একবছর বয়সী আরেক শিশু ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, মহাসড়কে যখন গাড়িটি চলছিল তেমনই সময় শরীরের পেছনদিকে গুলিবিদ্ধ হন মিসেস প্রাইস।
তার আরও একটি কন্যা সন্তান আছে।তার বাবা মিস্টার প্রাইস তাকে একজন পরিশ্রমী মানুষ বলে বর্ণনা করেছেন।
গত মাসেও ফ্লোরিডায় একই ধরনের একটি ঘটনা ঘটে। তবে সে ঘটনায় বেঁচে গিয়েছিল চার বছর বয়সী শিশুটির মা।

মন্তব্যসমূহ