একের পর এক বিস্ময় সৃষ্টি করাই কি মোস্তাফিজের লক্ষ্য। ক্রিকেট বিশ্বে তাক লাগানো মোস্তাফিজ এবার গড়লেন আরো একটি রেকর্ড। টি-২০তে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ডটিও নিজের করে নিলেন। সীমিত ওভারের এই ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনোমি রেট কাটারবয় মোস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত ২৫টি টি-২০ ম্যাচ খেলা সাতীরা এক্সপ্রেসের ইকোনোমি ৫.৯৪। অফিসিয়াল টি-২০ তে ন্যূনতম ৫০০ বল করেছেন এমন পেসারদের মধ্যে এই কাটার মাস্টারের ইকোনোমি সবচেয়ে কম। শুধু তা-ই নয়, একমাত্র তার ইকোনোমি রেট ৬.০০ এর নিচে। মোস্তাফিজের পর ৬.০৭ ইকোনোমিতে দ্বিতীয় স্থানে আছেন ২০১১ সালে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ার পেসার স্টুয়ার্ট কার্ক।
আন্তর্জাতিক টি-২০ তেও মোস্তাফিজের ইকোনোমি ৬.০০ এর নিচে। ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫.৯ ইকোনোমিতে ৩০৮ বলে ৩০৭ রান দিয়েছেন। টি-২০ তে ইকোনোমির দিক থেকে সব মিলিয়ে অষ্টম স্থানে আছেন মোস্তাফিজ। ৫.৪১ ইকোনোমি নিয়ে শীর্ষে আছেন স্পিনার স্যামুয়েল বদ্রি। দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছেন সুনীল নারাইন (৫.৫৩) ও নেপালের স্পিনার গাউচান (৫.৫৪)
মন্তব্যসমূহ