এবার বিশ্বসেরা বোলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ

2
মাসের পর মাস জুড়ে আলোচনায় ছিলেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। একটি সমীক্ষণে বিশ্বের সেরা বোলার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
এখন থেকে গত ১২ মাসে মুস্তাফিজ যেমনটা জাদুময় ক্রিকেট খেলেছেন সেটা পারেননি অন্য কোনো বোলার। একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন এনডিটিভি।
গত ১২ মাসে টেস্ট খেলুড়ে দেশ থেকে কমপক্ষে ১২টি ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে বাংলাদেশের মুস্তাফিজই সেরা। টাইগার মুস্তাফিজকে ‘দ্য ফিজ’ বলে সম্বোধন করেছে পত্রিকাটি।
ক্রিকেটারদের গত ১২ মাসের পারফর্ম সামনে এনেছে তারা।  শেষ ১২ মাসের পরিসংখ্যান সামনে এনে তারা বলছে, মুস্তাফিজ এই সময়ে ১৩টি ম্যাচে মাঠে নেমে ১৩.৯৫ গড়ে ২২টি উইকেট নিয়েছেন।
ইকোনমি রেটও চোখ কপালে তোলার মতো ৫.৯৮। সেখানে বলা হয় গত ১ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের উপর এভাবে কেউ প্রভাব খাটাতে পারেননি অন্য কোনো বোলার।  গত ১২ মাসের হিসেবে মুস্তাফিজকেই বিশ্বের সেরা বোলার হিসেবে নির্বাচন করে এই প্রভাবশালী মিডিয়া!

মন্তব্যসমূহ