অবশেষে বিধ্বংসী রূপে ফিরলেন সাকিব

 বেশ কিছুদিন ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার রাতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪৯ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি।

সাকিব এমন এক সময়ে ফর্মে ফিরলেন যেদিন তাকে খুব বেশি প্রয়োজন ছিল কলকাতার। মাত্র ২৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে ছিল কলকাতা। সেখান থেকে ইউসুফ পাঠানের সঙ্গে গড়ে তোলেন রেকর্ড ১৩৪ রানের জুটি।

এদিন অবশ্য শুরুটা ধীরেই করেছিলেন সাকিব। প্রথম ৩২ রান করেছেন ৩৫ বলে। পরবর্তী ৩৪ রান করতে খরচ করেছেন মাত্র ১৪ বল। নিজের ৬৬ রানের ইনিংস খেলতে ৪টি ছক্কা ও চারটি চারের মার মেরেছেন তিনি।
অন্যদিকে ৪১ বলে ৬৩ রান করেন ইউসুফ পাঠান। এ দুজনের ব্যাটে ১৫৮ রান সংগ্রহ করেছে কলকাতা। ম্যাচ জিততে গুজরাটের ১৫৯ রান।

মন্তব্যসমূহ