ত্রিশালে বিশ্ব শ্রমিক দিবস পালিত



এইচ এম মোমিন তালুকদার-ত্রিশাল প্রতিনিধিঃ ত্রিশাল উপজেলার ত্রিশাল  পরিবহন শ্রমিক শাখা কমিটির উদ্বোগে সারাদেশের ন্যায় যথাযোগ্য মযার্দায় মহান মে দিবস উপলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১মে  সকাল ১০টায় পেীর  চত্বর থেকে একটি র‌্যালী  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। ত্রিশাল বাসস্টেন্ড স্মৃতিসৌধ প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়। এসময়  উপস্থিত ছিলেন মোঃ ইখতিয়ার আহ্ম্মেদ (রনি) প্রধান আহ্বায়ক, মোঃ আলী হোসেন যুগ্ন আহ্বায়ক, মোঃ রিয়াজ উদ্দিন(রেজু), রবি দাস মোঃ ফয়জুল হক, মোঃ হাসেম, মোঃ মিন্টু মিয়া, মোঃ আঃ রাজ্জাক, মঞ্জুরুল হক (মঞ্জু), মোঃ জাকির হোসেন, মিন্টু বাবু, মোঃ ইকবাল হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ আঃ গফুর ও মোঃ আনারুল ইসলাম প্রমুখ। এসময় 
বক্তারা বলেন শ্রমজীবি মেহনতি মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় এই দিন। শ্রমজীবীদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আতœত্যাগের দিনটিকে তখন থেকেই বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।

মন্তব্যসমূহ